আইন শৃঙ্খলা বিষয়কঃ
অত্র ইউনিয়নে অধিক সংখ্যক আদি বাসী এলাকা থাকায় তারা নেশাজাত দ্রব্য প্রস্তত সহ পান করে কিন্তু কিছু কিছু মুসলমান কিশর ও যুবক উক্ত নেশা জাত দ্রব্য পান করে । এ বিষয়ে অত্র ইউনিয়ন তা প্রতিরোধে ব্যপক ভুমিকা পালন করেন এবং নেশাজাত দ্রব্য যাতে যুব সমাজ পান না করে সে জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রকম কর্যকলাপ পরিচালনা করে তা প্রতিরোধ করেছেন ।এ ছাড়া বাল্যবিবাহ বন্ধ যৌতুক প্রথা বাতিল সহ নানা রকম সমাজ বিরোধী কর্মকান্ড পরিচালনা করেন। বরেন্দ্র এলাকার রোপা আমন ধান রক্ষান বেক্ষনে ইউনিয়ন পরিষদ ব্যপক ভুমীকা পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস